Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
হাট-বাজার ইজারা বিজ্ঞপ্তি
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

ভাঙ্গুড়া,পাবনা।

বিজ্ঞপ্তি নং- ০১/১৫                                                                                         তারিখঃ ১৫/০১/২০১৫ খ্রিঃ ।

                                                            হাট-বাজার ইজারা বিজ্ঞপ্তি

 

            এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভাঙ্গুড়া উপজেলাধীন নিম্নোক্ত ‘‘ক ’’ তফসিল বর্ণিত হাট/বাজার ১৪২২ বাংলা সনের ০১ বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যমত্ম ০১(এক) বছর মেয়াদে ইজারা প্রদানের লক্ষে হাট/বাজার ইজারা গ্রহণেচ্ছুক ব্যক্তিবর্গের নিকট থেকে সীলমোহরকৃত খামে দরপত্র আহববান করা যাচ্ছে। দরপত্র সমূহ আগামী ০৪/০২/২০১৫ খ্রিঃ (২২/১০/১৪২১বাংলা) তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে বেলা ১.০০ ঘটিকা পর্যমত্ম নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়সহ জেলা প্রশাসকের কার্যালয়, পাবনা, পুলিশ সুপারের কার্যালয়, পাবনা এবং সহকারী কমিশনার (ভূমি), ভাঙ্গুড়া, পাবনার কার্যালয়ে রক্ষিত দরপত্র বাক্সে গ্রহণ করা হবে এবং একই দিন বেলা ২.৩০ ঘটিকায় উপস্থিত দরপত্রদাতাগণের সম্মুখে (যদি কেহ উপস্থিত থাকেন) স্ব স্ব কার্যালয়ে দরপত্র বাক্স খোলা হবে।

            দরপত্র সিডিউল ফরম নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়সহ জেলা প্রশাসকের কার্যালয়, পাবনা/সহকারী কমিশনার (ভূমি), ভাঙ্গুড়া এর কার্যালয়, অফিসার ইনচার্জ,ভাঙ্গুড়া থানা/সোনালী ব্যাংক,ভাঙ্গুড়া বাজার শাখা,পাবনা এর কার্যালয় সমূহে ০৩/০২/২০১৫ খ্রিঃ তারিখ পর্যমত্ম অফিস চলাকালীন (সরকারী ছুটির দিন ব্যতীত) নগদ মূল্যে (অফেরতযোগ্য ) ক্রয় করা যাবে। উলেস্নখ্য, ১ম বারের টেন্ডারে ইজারা প্রদানের সিদ্ধামত্ম গৃহিত না হলে বা টেন্ডারের সমেত্মাষজনক দর না পাওয়া পর্যমত্ম ‘‘খ’’ তফসিলে বর্ণিত দিন পুঞ্জিকায় উলিস্নখিত তারিখ সমূহে পর্যায়ক্রমে ইজারা কার্যক্রম পরিচালিত হবে। ইজারা সম্পর্কিত বিসত্মারিত তথ্য নিম্নস্বাক্ষরকারীর কার্যালয় হতে অফিস চলাকালীন সময়ে জানা যাবে।

‘‘ক ’’ তফসিল

 

ক্রমিক নং

ইউনিয়নের নাম

হাট/বাজারের নাম

সরকারী ইজারা মূল্য

সিডিউল মূল্য (সংশোধিত)

০১.

 অষ্টমনিষা

অষ্টমনিষা বাজার

১৩,৫০০/-

৫০০/-

০২.

 পার -ভাঙ্গুড়া

ভেড়ামারা হাট

৮৮,৫০০/-

৫০০/-

০৩.

খানমরিচ

চন্ডিপুর হাট

১৬,৫০০/-

৫০০/-

০৪.

খানমরিচ

ময়দানদিঘী হাট (২০ নং শর্ত প্রযোজ্য)

৫০,৪০০/-

৫০০/-

০৫.

          ভাঙ্গুড়া

দহপাড়া হাট

১৩,৫০০/-

৫০০/-

০৬.

 দিলপাশার

দিলপাশার স্টেশন বাজার

১,২৫,০০০/-

১,০০০/-

০৭.

 অষ্টমনিষা

রূপসী সুইচ গেট বাজার

৫,৩০০/-

৫০০/-

০৮.

 দিলপাশার

পুঁইবিল হাট

৪,১৫০/-

৫০০/-

 

 

‘খ ’’ তফসিল

দরপত্র আহবানের পর্যায়

দরপত্র সিডিউল বিক্রয়ের শেষ তারিখ ও সময়

দরপত্র গ্রহণের তারিখ ও সময়

দরপত্র খোলার তারিখ ও সময়

প্রথম পর্যায়

০৩/০২/২০১৫ খ্রিঃ

বিকাল ০৫.০০ টা

০৪/০২/২০১৫ খ্রিঃ

সকাল ১০.০০টা হতে বেলা ০১.০০টা

০৪/০২/২০১৫ খ্রিঃ

বেলা ২.৩০ টা

দ্বিতীয় পর্যায়

২২/০২/২০১৫ খ্রিঃ

বিকাল ০৫.০০ টা

২৩/০২/২০১৫ খ্রিঃ

সকাল ১০.০০টা হতে বেলা ০১.০০টা

২৩/০২/২০১৫ খ্রিঃ

বেলা ২.৩০ টা

তৃতীয় পর্যায়

১১/০৩/২০১৫ খ্রিঃ

বিকাল ০৫.০০ টা

১২/০৩/২০১৫ খ্রিঃ

সকাল ১০.০০টা হতে বেলা ০১.০০টা

১২/০৩/২০১৫ খ্রিঃ

বেলা ২.৩০ টা

চতুর্থ পর্যায়

২৯/০৩/২০১৫ খ্রিঃ

বিকাল ০৫.০০ টা

৩০/০৩/২০১৫ খ্রিঃ

সকাল ১০.০০টা হতে বেলা ০১.০০টা

৩০/০৩/২০১৫ খ্রিঃ

বেলা ২.৩০ টা

ডাউনলোড
প্রকাশের তারিখ
28/01/2015